Bangla Service : NHK April 2018 Quiz

NHK April 2018 Quizরেডিও জাপান  NHK World – Japan  এর বাংলা অনুষ্ঠান, তাদের চিঠিপত্রের নিয়মিত আসর কথা ও সুরে প্রচার করেছে NHK April 2018 Quiz প্রশ্ন। মার্চ ২০১৮ তে প্রচার করা নানান অসুষ্ঠান থেকে এই প্রশ্ন বাছাই করা হয়। এবারের জন্য বাছাই করা হয়েছে প্রাকৃতিক দূর্যোগ ও জাপানি লোকগাথা। প্রশ্ন দু’টো রেডিও জাপানের কথা ও সুর ওয়েবসাইটেও পাওয়া যাবে




NHK April 2018 Quiz Question

এপ্রিল, ২০১৮ এর কুইজ ও সম্ভাব্য উত্তর।

১) দাঙ্গোমুশি পোকার ভঙ্গীর অনুকরণে জাপানে কোন প্রাকৃতিক দুর্যোগ থেকে আত্মরক্ষার প্রচেষ্টা চালানো হয়?

ক) বন্যা                   খ) ভূমিকম্প       গ) ঘূর্ণিঝড়

২) জাপানি লোকগাঁথার চরিত্র বালক মোমোতারোর জন্ম কোন ফলের ভিতর থেকে?

ক) আম                খ) কাঁঠাল            গ) পিচ

সঠিক উত্তর পাঠিয়ে দিন ৩০ এপ্রিলের মধ্যে।

Social tagging: > > >

Comments are closed.