DX-NET 2019 : Volume 13 Edition 01

DX-NET 2019 : Volume 13 Edition 01

DX-NET 2019 : Volume 13, Edition 01, প্রকাশিত হয়েছে, গত সংখ্যা প্রকাশের ঠিক এক বছর ১১ দিন পর। ১১ বছর প্রকাশনা চালু রেখে ১১ বছর বন্ধ, নতুন ভাবে প্রকাশ এবং এক সংখ্যাতেই শেষ।আবারও চেষ্টা এবং শেষ পযর্ন্ত  বেতার দিবস ২০১৯ এর প্রাক্কালে Volume 13, Edition 01 এর প্রকাশ। 

DX-NET 2019 : কী আছে এতে

Wave Surfers Association Bangladesh এর মূখপত্র DX-NET পত্রিকা Volume 13, Edition 01 সকলের জন্য বেতার দিবস ২০১৯ এর উপহার। এতে ডি-এক্সার-দের অতি পরিচিত মুখ ফাদার সুনীল রোজারিও’র সম্পাদকীয়তে আছে –

  • বেতার ব্যাক্তিত্ব, রাজশাহীর হাসান মীর করেছেন বেতার নিয়ে স্মৃতিচারণ
  • রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে IRIB – Radio Tehran নিয়ে আলোচনা করেছেন আশরাফুর রহমান
  • কুড়িগ্রামের বেতার বন্ধু আব্দুল কুদ্দুস মাষ্টার লিখেছেন, তাঁর বেতার বন্ধুদের কথা
  • পশ্চিম বঙ্গ, ভারতের মুর্শিদাবাদ থেকে মুহাম্মদ নাজিমুদ্দিন বলেছেন তার প্রিয় বেতারের কথা
  • বেতার প্রেম নিয়ে আশিক  ইকবাল জানিয়েছে কিভাবে তার পথচলার শুরু
  • নিয়মিত – কুইজ কর্ণার, বাংলা সময় ও ফ্রিকুয়েন্সি তালিকা তো আছেই।

পুস্তিকা নাকী ই-প্রকাশনা

DX-NET : Volume 12 Edition 01 এবার থাকছে দু’টো সংস্করণে। ছাপানো পুস্তিকা ও ই-প্রকাশনা দুটোই। তবে ই-পুস্তিকা সবার জন্য উন্মুক্ত। ছাপানো পুস্তিকা শর্ত সাপেক্ষে পাওয়া যাবে। এবং তা পাওয়ার জন্য অনুরোধ জানাতে হবে ইমেইলে। আপনার অনুরোধ পাওয়ার পর আপনাকে জনানো হবে কিভাবে তা পাবেন। তবে হ্যাঁ, যারা লেখা পাঠিয়েছেন (প্রকাশিত হোক বা না হোক) তাদের ঠিকানায় পৌচ্ছে যাবে ছাপানো সংখ্যা, কোনো বাড়তি অনুরোধ প্রয়োজন নেই।


ই-সংখ্যা পাওয়ার জন্য : DX-NET : Volume 13 Edition 01 ডাউনলোড করুন



পুরোনো সংখ্যা : DX-NET : Volume 12 Edition 01 ডাউনলোড করুন


Social tagging: > > >

Comments are closed.