NHK September 2019 : Bangla Quiz

NHK September 2019আগস্ট মাসের শেষ সপ্তাহে রেডিও জাপান   NHK September 2019 বাংলা কুইজ ঘোষণা করা হয়েছে। শ্রোতাদের প্রিয় অনূষ্ঠান ‘কথা ও সুর’ এ প্রতি মাসের মত এ মাসেও  ‍দু’টো সহজ প্রশ্নের আয়োজন এই কুইজ প্রতিযোগিতা।




প্রতি মাসের মত এ মাসেও সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে বিজয়ী নির্বাচন করে তাদের পাঠানো হবে জাপানের ঐতিহ্য ধারণ করে এমন উপহার।

September 2019 বাংলা কুইজে প্রাধান্য পেয়েছে, জাপানের অলিগলি ও মুক্তিযুদ্ধ। জাপানরে অলিগলি হলো এমন একটা অনুষ্ঠান যেখানে, এনএইচকে’র দেশব্যাপী নেটওয়ার্ক কাজে লাগিয়ে সেই সমস্ত অনুষ্ঠান উপস্থাপন করা হয়। এটি হোক্কাইদো থেকে ওকিনাওয়া পর্যন্ত দেশের প্রতিটি অঞ্চলের সংস্কৃতি, সমাজ এবং অধিবাসীদের জীবন ধারার মাধ্যমে জাপানের বিভিন্ন আকর্ষণীয় বিষয় তুলে ধরে।

হিরোশিমা শান্তি স্মারক জাদুঘর বলা দরকার সম্প্রতি সংস্কারের পর ২০১৯ সালের এপ্রিলে হিরোশিমা শান্তি স্মারক জাদুঘরের প্রধান ভবন আবার সকলের জন্য খুলে দেওয়া হয়েছে। এই শহরের উপর নিক্ষিপ্ত আণবিক বোমার অমানবিক দিকগুলো তুলে ধরার জন্য ১৯৫৫ সালে এই স্থাপনাটি উদ্বোধন করা হয়। এই সংস্কারের সময়ে প্রদর্শিত বস্তুও নতুন করে ঢেলে সাজানো হয়েছে। প্রতিবছর আণবিক বোমা হামলার অভিজ্ঞতাসম্পন্ন লোকের সংখ্যা হ্রাস পাওয়ায়, যাদুঘরটি সেই দু:খজনক ঘটনার সাক্ষী হিসাবে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত প্রকৃত জিনিসগুলি প্রদর্শনের দিকে মনোনিবেশ করেছিল। সময় গড়ানোর সাথে সাথে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ায় প্রদর্শনীর বস্তুগুলো সংরক্ষণের জন্য একটি বড় চ্যালেঞ্জেরও মুখোমুখি জাদুঘরটি।



NHK September 2019 : প্রশ্ন 

১) হিরোশিমা শান্তি স্মারক জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
সম্ভাব্য উত্তর:
ক) ১৯০৫ সালে         খ) ১৯৫৫ সালে        গ) ২০০৫ সালে

২) বিশিষ্ট বুদ্ধিজীবী ও সাহিত্যিক মফিদুল হক বাংলাদেশের কোন জাদুঘর প্রতিষ্ঠার সঙ্গে জড়িত ছিলেন?
সম্ভাব্য উত্তর:
ক) জাতীয় জাদুঘর    খ) মুক্তিযুদ্ধ জাদুঘর   গ) লোকশিল্প জাদুঘর




উত্তর পাঠানোর শেষ তারিখ: 30 September 2019
পাঠাতে হবে ঢাকা, ভারত বা জাপানের ঠিকানায়। ওয়েব সাইট এর ঠিকানা লিংক ব্যবহার করেও উত্তর পাঠানো যাবে।

উত্তর পাঠানোর লিংক : রেডিও জাপান বাংলা


More Quiz of NHK : NHK Bangla Quiz




Social tagging: > > > >

Comments are closed.