স্মৃতিপটে Radio Ukraine International ও Radio Kiev

Radio Ukraine InternationalRadio Ukraine International ইউক্রেনের জাতীয় সমপ্রচার সেবা। National Radio Company of Ukraine (NRCU) এর অংশ হিসেবে এটি ইউ্ক্রেনের কন্ঠস্বর হয়ে ইউক্রেন তথা সারা বিশ্বে বেতার সেবা পৌছে দিচ্ছে। রাজধানী কিয়েভ (Kyiv) এর হৃদয় প্রচারিত হয় RUIএর অনুষ্ঠান। ৬০এর ও বেশী প্রশিক্ষিত বেতার কর্মীর নিরলস প্রচেষ্টার ফল এ বেতার সম্প্রচার।




ইউক্রেনের স্বাধীনতা লাভের পর Radio Ukraine International  (RUI) এর জন্ম ।
প্রতিদিন ইউক্রেনিয় সহ ৫ টি ভাষায় অনুষ্ঠান প্রচার করে আসছে RIU। চারটি চ্যানেলের মাধ্যমে প্রচারিত হয় ইউক্রেনিয়, ইংরেজি, জার্মান, রোমানিয়ান ও রাশান ভাষায় অনুষ্ঠান । সারা বিশ্বে ইউক্রেনের রাজনৈতীক ও আর্থ -সামাজিক চিত্র তুলে ধরে RIU।

এছাড়াও থাকে চলতি ঘটনাবলি, ইতিহাস, সংস্কৃতি ও ইউক্রেনিয় গান।

Radio Ukraine International  (RUI) এর ইতিহাস

মার্চ ১৯৯২ থেকে RUI অনুষ্ঠান প্রচার শুরু করে।
তবে সোভিয়েত ইউনিয়নের সহযোগী হয়ে রেডিও কিয়েভ  (Radio Kyiv) এর জন্ম ১৯২০ তে।
প্রথম থেকেই Radio Kyiv উচ্চ ক্ষমতার প্রেরণযন্ত্র ব্যবহার করতো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারনে ১৯৪১ সালে প্রচার বন্ধ ধাকে Radio Kyiv এর। ১৯৪৬ সালে পুনরায় যাত্র শুরু করে Radio Kyiv।
শর্টওয়েভে Radio Kyiv প্রথম ০১ নভেম্বর ১৯৫০ এ যাত্রা শুরু করে ইউক্রেনিয় ভাষায় ৩১, ২৫ ও ১৯ মিটার ব্যান্ডে।
১৯৬২ সালের অক্টোবরে চালু হয় ইংরেজি ভাষা। ১৯৬৬ সালে জার্মান ও ১৯৭০ সালে চালু হয় রোমানিয়া ভাষায় অনুষ্ঠান।
শর্টওয়েভ শ্রোতাদের রিসেপশন রিপোর্ট এর জন্য  দৃস্টিনন্দন QSL card দিত Radio Ukraine International।



২০১০ সালের ডিসেম্বর মাসে শর্টওয়েভ  কে বিদায় জনায় RUI। বর্তমানে ইন্টারনেট বেতার হিসেবে Radio Ukraine International অনুষ্ঠার প্রচার করছে।

Social tagging: > > >

Comments are closed.