রেডিও ভেরিতাস এশিয়া :৫০ বছর পূর্তি কুইজ


রেডিও ভেরিতাস এশিয়ারেডিও ভেরিতাস এশিয়া এর ৫০ বছর পূর্তি উপলক্ষে – বাংলা বিভাগ আয়োজন করছে একটি রেডিও ভেরিতাস এশিয়া কেন্দ্রিক Quiz প্রতিযোগিতা। আগামী ১৪ অক্টোবর ২০১৯ এর মধ্যে আপনার উত্তর অবশ্যই ইমেইলের মাধ্যমে রেডিও ভেরিতাস এশিয়ার বাংলা বিভাগে পৌচ্ছাতে হবে। মনে রাখা প্রয়োজন রেডিও ভেরিতাস এখন শর্টওয়েভে কোনো অনুষ্ঠান প্রচার করে না।


রেডিও ভেরিতাস এশিয়া এবছর পালন করছে তার সম্প্রচারের ৫০ বছর বা সুবর্ণ জয়ন্তী। এ উপলক্ষে আরভিএ বাংলা অনুষ্ঠান আয়োজন করেছে  বিশেষ কুইজ ও  প্রতিযোগিতা। দুই পর্বের এই কুইজ প্রতিযোগিতার পাশাপাশি আররভিএ  প্রকাশ করতে চলেছে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ স্মরণীকাও।

প্রথম কুইজের প্রশ্নঃ

  1. আরভিএ পরিচালনা করার দায়িত্ব কোন সংস্থার ওপর ন্যস্ত আছে?
  2. দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশপ মহোদয়গণ কোন সময় প্রথম সিদ্ধান্ত নেন দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য বেতার কেন্দ্র খোলার?
  3. আরভিএ অনুষ্ঠান তৈরী কোন সালে ডিজিটালাইজড হয়?

উত্তর পাঠাতে হবে ১৪ অক্টোবরের ২০১৯ এর মধ্যে শুধুমাত্র ইমেইলে। পাঠানোর ঠিকানা – কুইজ ১


২য় কুইজের প্রশ্ন:

  1. আরভিএ’র বাংলা বিভাগের জন্য কোলকাতার চিত্রবাণী কেন্দ্রতে প্রতম প্রযোজক কে ছিলেন?
  2. RVA’র বাংলা বিভাগে বাংলাদেশ থেকে ম্যানিলাতে প্রথম প্রযোজক কে ছিলেন ?
  3. আরভিএ’র বাংলা বিভাগের ম্যানিলাতে শেষ কো-অর্ডি?নেটর কে ছিলেন

উত্তর পাঠাতে হবে ১৪ অক্টোবরের ২০১৯ এর মধ্যে শুধুমাত্র ইমেইলে। পাঠানোর ঠিকানা – কুইজ 2


স্মরণীকা’র জন্য লেখা আহ্বান

রে‌ডিও ভে‌রিতাস এশিয়ার সুবর্ণজয়ন্তী উপল‌ক্ষে  আরভিএ বাংলা স্মরণিকা প্রকাশ কর‌তে চ‌লে‌ছে, স্মরণিকায় আপ‌নিও আপনার শু‌ভেচ্ছা বার্তা, রে‌ডিও ভে‌রিতাস এশিয়ার সা‌থে আপনার সম্পর্ক বা আপনার জীব‌নে রে‌ডিও ভে‌রিতাস এশিয়ার প্রভাব কি তা  লি‌খে জানা‌তে পা‌রেন।

নিয়মাবলি:

  • সম্পাদকীয় প‌রিষদ দ্বারা ‌নির্বা‌চিত লেখা শুধু মাত্র প্রকাশ করা হ‌বে এই স্মরণিকায়।
  • লেখা পাঠা‌নোর শেষ তা‌রিখ ১৫ ই অক্টোবর।
  • ১৫০ থে‌কে ২০০ শ‌ব্দের ম‌ধ্যে লেখা পাঠা‌তে হ‌বে।
  • পাস‌পোর্ট সাইজ ফ‌টোসহ মেল ক‌রে পাঠা‌বেন।

লেখা পাঠানোর ঠিকানাঃ চিত্রবাণী  বা  ভেরিতাস বাংলা
উত্তরের জন্য ভিজিট করুন 

আরভিএ ৫০ বছর কুইজ

Social tagging: > > > >

Comments are closed.