NHK February 2018 Bengali Quiz

NHK February 2018রেডিও জাপান বাংলা অনুষ্ঠানের চিঠিপত্রের নিয়মিত আসর কথা ও সুরে জানানো হলো NHK February 2018 Bengali Quiz প্রশ্ন। জানুয়ারি ২০১৮ তে প্রচার করা নানান অসুষ্ঠান থেকে এই প্রশ্ন বাছাই করা হয়। এবারের জন্য বাছাই করা হয়েছে শীতকালীন অলিম্পিক ও ছত্রাকসহ শুকনো বেনিটো মাছ। February 2018 এর প্রশ্ন রেডিও জাপানের কথা ও সুর ওয়েবসাইটেও পাওয়া যাবে।



 NHK February 2018 কুইজ প্রশ্ন:

Benito Soup : Picture Credit NHK World Radio Japan

১) বোনিতো মাছ থেকে তৈরি কাৎসুয়োবুশি জাপানে প্রধানত কোন খাবারে ব্যবহৃত হয়?
ক) স্যুপ       খ) পায়েস     গ) বিরিয়ানি

২) এবারের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
ক) কানাডা   খ) চীন        গ) দক্ষিণ কোরিয়া

উত্তর পাঠাতে হবে এই মাসের ২৮ তারিখের মধ্যে। পাঠানো যাবে ঢাকা, নতুন দিল্লী বা টোকিও’র ঠিকানায়। সরাসরি ওয়েবসাইট থেকেও পাঠানো যাবে February 2018 এর কুইজ উত্তর।




রেডিও জাপানের আরও কুইজ জানতে NHK Quiz ভিজিট করুন


 

Social tagging: > > >

Comments are closed.