রেডিও জাপান NHK World-Japan বাংলা বিভাগ, গত ৩০ September ২০১৮ NHK October 2018 : Bangla Quiz ঘোষনা করেছে। প্রতিবারের মত এবারও শ্রোতাদের দু’টো সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন নির্বাচনে স্থান পেয়েছে, চলমান প্রাকৃতিক দূর্যোগ ও প্রকৃতি। আমার ব্লগের নিয়মিত পাঠকদের জন্য এখানে তা তুলে ধরা হলো।
NHK October 2018 : Bangla Quiz প্রশ্ন:
অক্টোবর, ২০১৮–এর কুইজ ও সম্ভাব্য উত্তর।
১। ভূমিকম্পের মত প্রাকৃতিক দুর্যোগের ঘটনাস্থল থেকে কিভাবে নিরাপদ স্থানে সরে যেতে হয়?
ক) গাড়িতে করে খ) পায়ে হেঁটে গ) ট্রেনে চড়ে
২। হিগানবানা লিলি ফুল জাপানে কোন ঋতুর আগমনী বার্তা প্রকাশ করে?
সম্ভাব্য উত্তর:
১) গ্রীষ্ম ২) শরৎ ৩) বসন্ত
উত্তর পাঠানোর শেষ তারিখ: 31 October 2018
পাঠাতে হবে ঢাকা, ভারত বা জাপানের ঠিকানায়। ওয়েব সাইট এর ঠিকানা লিংক ব্যবহার করেও উত্তর পাঠানো যাবে।
উত্তর পাঠানোর লিংক : রেডিও জাপান বাংলা
More Katha O Sur Quiz Visit NHK Quiz