NHK December 2017 Bangla Quiz ৎসুজুকি ও কাক

NHK December 2017 BanglaNHK December 2017 Bangla Quiz  এ আপনাদের স্বাগত জানাই। আপনারা যারা নিয়মিত রেডিও জাপান এর বাংলা অনুষ্ঠান শুনে থাকেন তারা অবগত আছেন যে, প্রতি মাসে রেডিও জাপান বাংলা অনুষ্ঠান একটি করে কুইজের আয়োজন করে থাকে। যেখানে শ্রোতাবন্ধুদের  ‍দু’টো সহজ প্রশ্নের উত্তর দিতে হয়।

 ৎসুজুকি ও কাকঃ NHK December 2017 Bangla

NHK December 2017 Bangla Quiz এর প্রতিপাদ্য বিষয় হলো- ৎসুজুকি ও কাক। মূলত নভেম্বর মাসে প্রচারিত অনুষ্ঠানের বিষয়বস্তু থেকে নিবার্চন করা হয় ‘ৎসুজুকি’ ও ‘কাক তাড়ানো প্রযুক্তি’।

টোকিও’র ৎসুজুকি, বিশ্বের বৃহত্তম মাছবাজার ও জাপানের অন্যতম পর্যটন কেন্দ্র। এখানে সারা দেশে থেকে আসে টাটকা খাদ্যপন্য। ৮০ বছরের পুরোনো এ বাজার দেখতে প্রতিবছর ভিড় করেন হাজার হাজার পর্যটক। এবছর আগস্ট মাসের প্রথম সপ্তাহে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য হয় ঐতিহ্যবাহী এ কাঁচাবাজার।



কাক- সারা বিশ্বের একটি সাধারণ পাখি। বাংলাদেশের মত জাপানেও এটিকে বিরক্তকর পাখি হিসেবে বিবেচনা করা হয়। পরিবেশ দূষণমুক্ত রাখতে কাকের ভূমিকা নিয়ে কোন প্রশ্ন না থাকলেও সুইডেনের একদল গবেষক নতুন যে তথ্য জানিয়েছেন তার গুরুত্ব অনেক। সম্প্রতি সুইডেনের Sweden’s Lund University in the journal Science এর এক প্রকাশনায় বলা হয়েছে কাক মানুষের মত পরিকল্পনা করতে পারে। এটি তাদের পারিবারিক ও সামাজিক জীবনযাত্রার পরিকল্পনা। তবে কাকের ভাষা নিয়ে গবেষণা জাপানের বাইরে কোথাও হয়ে থাকলে তা আমার জানা নেই।

সহকারি অধ্যাপক নাওকি ৎসুকুহারা ‘কাকের ভাষা’ বিশেষজ্ঞ। জাপানের গ্রাজুয়েট ইউনির্ভাসিটির এ অধ্যাপক কাকের ভাষা রপ্ত করেছেন।
কাকের ভাষাকে ভিত্তি হিসেবে ধরে সম্প্রতি তিনি জাপানের ইয়ামাগাতা জেলায় পরীক্ষা চালান।
উদ্দেশ্য কাককে লোকজন চায়না এমন স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া।



NHK December 2017 Bangla প্রশ্নঃ

১) টোকিওর ৎসুকিজি কিসের জন্য বিখ্যাত ?
সম্ভাব্য উত্তর —
ক) উষ্ণ প্রস্রবণ      খ) ফুটবল স্টেডিয়াম     গ) কাঁচাবাজার

২) জাপানের এক পাখি বিশেষজ্ঞ সম্প্রতি কী ব্যবহার করে কাক তাড়ানোর প্রযুক্তি উদ্ভাবন করেছেন ?
সম্ভাব্য উত্তর —
ক) কাকের ডাক     খ) বাঘের ডাক      গ) কুকুরের ডাক

উত্তর পাঠানোর শেষ তারিথঃ ৩১ ডিসেম্বর ২০১৭।

Social tagging: > >

Comments are closed.