আন্তর্জাতিক বেতার অঙ্গনে বাংলা ভাষায় শর্ট ওয়েভ এ অনুষ্ঠান প্রচার করে এমন বেতারর সংখ্যা এখন হাতে গোনা দু’একটা। আর এদের ভেতর নিয়মিত মাসিক কুইজের আয়োজন করে কেবল মাত্র রেডিও জাপান। নতুন বছর ২০১৯ সালেও NHK World – Japan এর বাংলা বিভাগ সে ধারা অব্যাহত রেখেছে। NHK January 2019 : Bangla Quiz যথা সময়ে ঘোষনা করেছে শ্রোতা প্রিয় অনুষ্ঠান ‘”কথা ও সুর” ।
NHK January 2019 : প্রশ্ন
জানুয়ারি, ২০১৯-এর কুইজ ও সম্ভাব্য উত্তর।
১) ভারতের সঙ্গে সম্পর্কিত জাপানের প্রাচীন রাজধানী কোনটি?
সম্ভাব্য উত্তর:
ক) এদো খ) কামাকুরা গ) নারা
২) গাইগো-সাই কথাটি দ্বারা কী বুঝানো হয়?
সম্ভাব্য উত্তর:
ক) বই মেলা খ) একটি বিশ্ববিদ্যালয়ের উৎসব গ) নববর্ষের মেলা
NHK World Japan Indian Special
রেডিও জাপানের ভারত কেন্দ্রিক অনুষ্ঠান গুলোর জন্য একটি আলাদা ওয়েব সাইট খোলা হয়েছে। মূলতঃ জাপান ও ভারতের বিকাশমান সম্পর্কও তুলে ধরা হচ্ছে যে অনুষ্ঠানগুলোতে, এই বিশেষ সাইটটি তা তুলে ধরছে। কারন, সাম্প্রতিক বছরগুলোতে ভারতের বিস্ময়কর অগ্রগতি দেশটিকে বৈশ্বিক নেতৃত্বের আসনে বসিয়েছে। দেশটির অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রভাব এশিয়ার পুনর্গঠনে সহায়তা করছে। পরিবর্তন ও নতুন প্রযুক্তির প্রেক্ষাপটে ভারত কিভাবে ঐতিহ্য ধরে রাখছে এনএইচকে ওয়ার্ল্ড-জাপান সে বিষয়ে বিশেষ দৃষ্টিপাত করছে।
নারা: এক প্রাচীন রাজধানী
নারা হচ্ছে জাপানের এক প্রাচীন রাজধানী। অষ্টম শতাব্দীতে ভারতীয় ধর্মযাজক বোধিসেনা (জাপানিতে বোদাইসেন্না) বর্তমানে বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত স্থান তোদাইজি মন্দিরে বিশাল বুদ্ধ মূর্তিতে চেতনা সঞ্চার অনুষ্ঠানে যোগ দিতে আসেন। ভারত থেকে আগত ঋতিকা ভারত ও জাপানের মধ্যকার প্রাচীন, অথচ এখনও শক্তিশালী সংযোগ খুঁজে দেখতে এই মন্দির পরিদর্শন করেন। (আরও বিস্তারিত জানতে ভিজিট করুন নারা : এক প্রাচীন রাজধানী)
উত্তর পাঠানোর শেষ তারিখ: 31 January 2019
পাঠাতে হবে ঢাকা, ভারত বা জাপানের ঠিকানায়। ওয়েব সাইট এর ঠিকানা লিংক ব্যবহার করেও উত্তর পাঠানো যাবে।
উত্তর পাঠানোর লিংক : রেডিও জাপান বাংলা
To Discover more Quiz on Radio Japan, Please Visit Quiz:NHK
Social tagging: Nara > NHK > Quiz > Radio Japan > Radio Quiz