NHK July 2019 : Bangla Quiz 

গত ২৭ জুলাই ২০১৯, রেডিও জাপান, বাংলা বিভাগ, NHK July 2019 : Bangla Quiz ঘোষনা করেছে। প্রতিবারের মত এবারও শ্রোতাদের দু’টো সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন নির্বাচনে  স্থান পেয়েছে, ‘জাপানি উদ্ভাবন’ ও ’চলতি ঘটনাবলি’ চলমান প্রাকৃতিক দূর্যোগ ও প্রকৃতি। আমার ব্লগের নিয়মিত পাঠকদের জন্য এখানে তা তুলে ধরা হলো।

উল্লেখ করা দরকার প্রতিমাসে সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে বিজয়ী নির্বাচন করে তএদর পাঠানো হয় জাপানের ঐতিহ্য ধারণ করে এমন উপহার।




উল্লেখ্য, জাপানের মনকাড়া সব আইডিয়া, বিশ্বব্যাপী জনপ্রিয় উচ্চ (ও সাধারণ) কারিগরি দক্ষতাসম্পন্ন জাপানি পণ্য, সারা বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী অত্যাধুনিক জাপানি প্রযুক্তি এবং সেই সাথে বিশেষজ্ঞদের কথা তুলে ধরার মধ্য দিয়ে জাপানি উদ্ভাবন অনুষ্ঠানে আজকের দিনের জাপানকে দেখা হচ্ছে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে।

আর, চলতি ঘটনাবলি, বৈচিত্র্যময় ও মনোমুগ্ধকর জাপানকে বুঝতে ব্যাপক পরিসরের বিষয়বস্তু সম্পর্কে সর্বশেষ তথ্য প্রদান করে। এতে থাকে সামাজিক সমস্যাসমূহ, ব্যবসায়িক প্রবণতা, ঐতিহ্যবাহী এবং সমকালীন সংস্কৃতি।

NHK July 2019 : Bangla Quiz  প্রশ্ন

১) জাপানি শিল্পী মাগো নাগাসাকা আফ্রিকার কোন দেশের ই-বর্জ্য মোকাবেলায় কাজ করছেন?

সম্ভাব্য উত্তর:

  • ক) আফগানিস্তান
  • খ) ঘানা
  • গ) হাইতি

২) বধির লোকজনকে শব্দ অনুভব করতে সাহায্যকারী ‘ওনতেনা’ যন্ত্রটি কিসের মাধ্যমে কাজ করে?

সম্ভাব্য উত্তর:

  • ক) কম্পন ও আলো
  • খ) ক্যামেরা
  • গ) রিমোট কন্ট্রোল



উত্তর পাঠানোর শেষ তারিখ: 31 October 2018
পাঠাতে হবে ঢাকা, ভারত বা জাপানের ঠিকানায়। ওয়েব সাইট এর ঠিকানা লিংক ব্যবহার করেও উত্তর পাঠানো যাবে।

উত্তর পাঠানোর লিংক : রেডিও জাপান বাংলা

Photo from NHK world Japan by Fukuda Hideyo

২০১৯ সালের ১লা জুলাই বাজারে আসা ‘ওনতেনা’ একটি নতুন যন্ত্র যা বধির লোকজনকে একটি ঐচ্ছিক কন্ট্রোলার একসাথে বহু ব্যবহারকারীকে শব্দ অনুভবে সক্ষম করবে। এটি স্কুল এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য সুবিধাজনক একটি যন্ত্র।  এটি একটি ভাইব্রেটর এবং আলোর মাধ্যমে শব্দের বৈশিষ্ট্য বুঝতে সাহায্য করবে।


বিস্তারিত : জাপানি উদ্ভাবন    |  অবৈধ বর্জ্য ফেলার বিরুদ্ধে সংগ্রামে চিত্রকলার শক্তি

Social tagging: > > >

Comments are closed.