Sanchoye Sabolombon 7 December 2007

Sanchoye Sabolombon 7 December 2007Radio Veritas Asia, Sanchoye Sabolombon 7 December 2007 এ প্রচারিত হয় কৃষি শক্তি কৃষিতে মুক্তি ১৩০ তম পর্ব। এ পর্বের মূল বিষয়বস্তু হলো ছাদে সবজি চাষ বা বাগান তৈরী। গত ১২৯ তম পর্বে এ বিষয়ের উপর আলোচনা শুরু হয়। বিকল্প বাগান তৈরীর এ পর্বে ছাদে বাগান তৈরীর নানা দিক আলোচনা করা হয়।

কৃষি শক্তি কৃষিতে মুক্তি ১৩০ তম পর্বের প্রশ্ন ও তার বিষয়বস্তু নিয়েই  এ আয়োজন। রেডিও ভেরিতাসের বাংলা অনুষ্ঠানের শ্রোতাদের Sanchoye Sabolombon 7 December 2007 এ প্রচারিতকৃষি শক্তি কৃষিতে মুক্তি ১৩০ তম কুইজে অংশ গ্রহণ সহজ করতেই এ প্রচেষ্টা। 



ছাদে বাগান তৈরী

Sabolombon November 2017প্রবাদ নয় বর্তমানের বাস্তবতা হলো, মুখ বাড়ছে- খাবার বাড়ছে না। খাবার বাড়ানোর জন্য কৃষি জমি বর্তমানে নগরায়নের কারনে দ্রুত কমছে। বাড়ছে নগরে বসবাসকরা জনসংখ্যা। জাতিসংঘের হিসেবে বর্তমানে মোট জনসংখ্যার ৫৪ শতাংশ লোক নগরে বাস করে। ২০৫০ সালে যা ৬৬ শতাংশে দাড়াবে।

বর্তমানে বাংলাদেশের ৫ কোটিরও বেশী লোক নগরে বাস করে, ২০২০ সালে যা ৫০% এ পৌচ্ছাবে। আর ১০০ ভাগ নগর কেন্দ্রিক বসবাস হবে ২০৫০ সালে।

ফলে এখনই সময় বিকল্প বাগান তৈরীর। এটি যেমন আমাদের বিষমুক্ত পুষ্টি যোগান দেবে, তেমনি রোধ করবে দায়ু দূষণও।

ছাদে বাগান তৈরীর প্রয়োজনীয় উপকরণ

ছাদে বাগান তৈরীর জন্য খুব বেশী উপকরণ প্রয়োজন হয়না। এর জন্য প্রয়োজন

১. খালি ছাদ
২. হাফ ড্রাম বা মাটির টব
৩. স্টিল বা প্লাস্টিক ট্রে
৪. ছাদের সুবিধা মত স্থঅনে স্থায়ী বেড
৫. বিভিন্ন যন্ত্রপাতি যেমন- কোদাল, ঝরনা, বালতি ইত্যাদি
৬. মাটি, গোবর, কম্পোস্ট, বালি ও ইটের খোয়া এবং
৭. গাছের চারা

টবে বাগান তৈরীর সুবিধা হলো এটা ইচ্ছেমত স্থানান্তর করা যায়। এ জন্য এ পদ্ধতিটা সর্বোত্তম পদ্ধতি বলে বিবেচিত হয়।



ছাদে চাষ উপযোগী গাছ

ছাদে প্রায় সব ধরনের শাক-সবজির আবাদ করা যায়। তবে খুব ভালো হয় এমন গাছের তালিকা হলো-

০১. আম (বারি প্রজাতির)
০২. পেঁপে
০৩. কলা
০৪. কুল (বাউ, ইপশা, থাই ইত্যাদি)
০৫. লেবু (বারি, বাউ ইত্যাদি)
০৬. আমড়া
০৭. করমচা
০৮. ডালিম
০৯. কমলা
১০. মালটা
১১. জামরুল ইত্যাদি।

আর শাক-সবজি চাষ করা যায় সেগুলো হলো: টমেটো, মরিচ, বেগুন, শশা, ঝিঙে, মটরশুটি, মিষ্টি কুমড়ো, কলমি শাক, লাল শাক, পুঁইশাক, লেটুসপাতা, ধনেপাতা, পুদিনা পাতা, ব্রোকলি ইত্যাদি।



Sanchoye Sabolombon 7 December 2007 এর প্রশ্ন:

শক্তি কৃষিতে মুক্তি ১৩০ তম কুইজের প্রশ্ন হলো;
কোন পদ্ধতি সর্বোত্তম পদ্ধতি বলে বিবেচিত?

উত্তর পাঠাতে হবে, বাণীদ্বিপ্তী বা চিত্রবাণীর ঠিকানায় যোগাযোগের যে কোন মাধ্যম ব্যবহার করে।


Sanchoye Sabolombon November 2007 এর প্রশ্ন


 

Social tagging: > >

Comments are closed.