Sanchoye Sabolombon 08 February 2018

কৃষি শক্তি কৃষিতে মুক্তি‘ ধারাবাহিক নিয়ে রেডিও ভেরিতাস এশিয়ার নিয়মিত সাপ্তাহিক আয়োজন সঞ্চয়ে সাবলম্বন। Sanchoye Sabolombon 08 February 2018 তে প্রচারিত হলো এ ধারাবাহিক এর ১৩৯ তম পর্ব। এ পর্বের বিশেষত্ব হলো এখন থেকে এটি গ্রন্থনা ও পরিবেশনায় থাকছেন মেরিয়ারা গমেজ। মিজ গমেজ অনুষ্ঠানের গতানুগতিকতাকেই প্রধান্য দিয়েছেন।

Sabolombon 08 February 2018

ছবি : কালের কন্ঠ ১৭ জানুয়ারি ২০১৮ অনলাইন সংখ্যা থেকে নেওয়া

Sanchoye Sabolombon 08 February 2018 বিস্তারিত



১৩৯ তম পর্বে মেরিয়ানা গমেজ বেছে নিয়েছেন শেরপুরের ছাল শ্রমিকদের উপাখ্যান। মূলত কালের কন্ঠ ১৭ জানুয়ারি ২০১৮ তে প্রকাশিত প্রতিবেদন থেকেই এ পর্বটি সাজানো হয়েছে।

কালের কন্ঠ থেকে এখানে তার কিছু তুলে ধরা হলো।

শেরপুর শহরে অনেক নারী আছে যারা গাছের ছাল (বাকল) তুলে বেচে সংসার চালায়। তারা ‘ছাল শ্রমিক’ বা ‘ছালজীবী’ হিসেবে পরিচিত। তবে তারা আসলে ক্ষুদ্র বিনিয়োগকারী বা উদ্যোক্তা। কারণ তারা করাতকল (সমিল) মালিকদের কাছ থেকে গাছের গুঁড়ি নিয়ে ছাল ছাড়িয়ে শুকিয়ে বাসাবাড়িতে বেচে। ছাল ছাড়ানোর পর তারা ওই গুঁড়ি ফেরত এবং ছালের জন্য টাকা দেয় করাতকল মালিকদের।

পশ্চিম শেরী ও অষ্টমীতলায় গিয়ে দেখা যায়, কয়েকজন বয়স্ক নারী হাতে শাবল আর হাতুড়ি নিয়ে একাশিয়াগাছের ছোট ছোট গুঁড়ি থেকে ছাল উঠিয়ে এক স্থানে জমা করছেন।
কেউ কেউ ছাড়ানো ছাল রোদে শুকাচ্ছেন, কেউ বা ছাল আঁটির মতো বাঁধছেন।
তারা করাতকল মালিকদের কাছ থেকে এক ট্রলি গাছের গুঁড়ির ছাল ছাড়িয়ে নেওয়ার জন্য ২৫০ টাকা দিয়ে কিনে নেন।
এক ট্রলি কাঠের গুঁড়িতে সাত-আট মণ ছাল পাওয়া যায়। সেই ছাল ওঠাতে ও শুকাতে প্রায় দুই দিন লাগে।
প্রতি মণ ছাল ৯০ টাকায় বিক্রি করেন। এতে যা লাভ হয় তাতে সংসারের খরচে কিছুটা জোগান দেওয়া যায়।



শেরপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের চকপাঠক, নামা শেরী, অষ্টমীতলা, মধ্য শেরী, পূর্ব শেরী ও পশ্চিম শেরীপাড়া মহল্লায় শতাধিক আসবাবপত্র (ফার্নিচার) কারখানা গড়ে উঠেছে। এসব কারখানার কাঠ চিরাই ও কাঠের জোগান দিতে অষ্টমীতলায় অন্তত ২৫টি করাতকল রয়েছে। এই কারখানা-করাতকলে শত শত শ্রমিক ও কাঠমিস্ত্রি কাজ করে।

পাশাপাশি স্থানীয় অর্ধশত নারীর জীবন চলে গাছের ছালে।
তারা সাংসারিক কাজের সঙ্গে ভোর থেকে দুপুর পর্যন্ত ওই সব গুঁড়ি থেকে ছাল তুলে শুকিয়ে নেয়।
পরে তারা সেই ছাল স্থানীয় বাসাবাড়িতে বেচে।
অনেকেই আবার শুকনো ছাল তাদের বাড়ি থেকেই কিনে নিয়ে যায়।

এভাবে তারা উপার্জন করে সংসারে সহায়তা করছে। অভাবী এসব নারীর প্রতি সরকারের লোকজনের একটু দৃষ্টি দেওয়া প্রয়োজন।

Sanchoye Sabolombon 08 February 2018 কুইজ



০৮ ফেব্রুয়ারি ২০১৮ তে প্রচারিত ১৩৯ তম পর্বের প্রশ্ন হলো –
শেরপুর অস্টমীতলায় মোট কতটি করাতকল কারখানা রয়েছে?

উত্তর পাঠাতে হবে ঢাকা অথবা কোলকাতার ঠিকানায়। ইমেইলেও পাঠানো যাবে উত্তর। ঠিকানা আরভিএ বাংলা ।
এসএমএস এর মাধ্যমে উত্তর পাঠানোর জন্য নম্বর হলো +৮৮০ ১৭৩২ ১৮৪ ১২৭ 


সঞ্চয়ে সাবলম্বনের আর কুইজ : RVA Quiz


Social tagging: > >

Comments are closed.