Sanchoye Sabolombon 15 February 2018

Sanchoye Sabolombon 15 February 2018  প্রচারিত হলো কৃষি শক্তি কৃষিতে মুক্তি‘ ধারাবাহিক নিয়ে ১৪0 তম পর্ব। এ পর্বটি গ্রন্থনা ও পরিবেশনা করেছেন মেরিয়ারা গমেজ। রেডিও ভেরিতাস এশিয়ার সঞ্চয়ে সাবলম্বন এর এ পর্ব নিয়েই এবারের আলোচনা। Sabolombon 15 February 2018

কৃষি শক্তি কৃষিতে মুক্তি ১৪০ তম পর্বের শিরোনাম ‘দারিদ্র বিমোচনে আখ চাষ’। তুলে ধরা হয়েছে আখ চাষএর নিয়মনীতি ও লাভ ক্ষতির হিসাব।

Sanchoye Sabolombon 15 February 2018 আখ চাষ



আঁখ বাংলাদেশের একটি অন্যতম প্রধান অর্থকরী ফসল৷ আজকাল পাট চাষের চেয়ে আঁখ চাষ অধিক লাভজনক বলে চাষীরা পাটের চেয়ে আঁখ চাষেই বেশি গুরুত্ব দিচ্ছেন৷
বাংলাদেশের প্রতিটি জেলাতেই কিছু না কিছু আঁখের চাষ হয়, তবে জলবায়ুর প্রভাব অনুযায়ী দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো আঁখ চাষের জন্য উপযোগী৷

  • আঁখ ঘাস পরিবারভুক্ত উদ্ভিদ। এটি দণ্ডাকৃতির ডাল পালাহীন একবর্ষ বা বহুবর্ষজীবী উদ্ভিদ৷।
  • এর গাছের পাতা কিছুটা ভুট্টার পাতার ন্যায় তবে অধিকতর শক্ত ও খাড়া, সুচালো ও কিনারা ধারযুক্ত৷
  • আঁখদন্ড উচ্চতায় ১.৮৫-৩.৭২ মিটার পর্যন্ত এমনকি ঌ.৩ মিটার পর্যন্ত হয়৷
  • আঁখদন্ডের কোনোটি নরম এবং কোনোটি শক্ত, তবে সব দন্ডই গিটযুক্ত ৷ এর কোনোটি হালকা বেগুনি, কোনোটি সবুজ ও কোনোটি হলদে সবুজ রয়ের হয়ে থাকে৷
  • গাছের আগায় কাশফুলে মতো সাদা ধবধবে ফুলের শীষ বের হয় ফুলে খুব ছোট ধরনের বীজ ধরে সেগুলো খালি চোখে দেখা যায় না৷ তবে সকল গাছে ফুল হয়না।
  • চিবিয়ে খাওয়ার জন্য আঁখ ৭ থেকে ৮ মাসের মধ্যে জমি থেকে কাটতে হয়।
  • যদিও বলা হয় আঁখের চাষের মোট সময় কাল হলো ১২ থেকে ১৪ মাস।
  • অবশ্য আঁখের পরিপক্কতার জন্য রোপন কাল থেকে ১০ থেকে ১২ মাস প্রয়োজন হয়।



আঁখ চাষের মৌসুম 

অক্টোবর  থেকে এপ্রিল (কার্তিক-চৈত্র) এই দীর্ঘ সময়ের মধ্যে আঁখের চারা রোপণ করা যায় ৷

তবে আগাম রোপনই উত্তম, কারণ এই সময়ে রোপণ করলে-

  • আঁখ যথেষ্ট বৃদ্ধি হয়ার সুযোগ পায়,
  • আঁখের অংকুর উদ্গম ঠিকমত হয়, এবং
  • আঁখের সাথে সাথি ফসল চাষ করা যেতে পারে



Sanchoye Sabolombon 15 February 2018 কুইজ

সঞ্চয়ে সাবলম্বন কৃষি শক্তি কৃষিতে মুক্তি ১৪০ তম পর্বের কুইজের প্রশ্ন হলো-

আঁখের রোপন কাল থেকে পরিপক্কতা পর্যন্ত কত মাস সময় প্রয়োজন?

প্রশ্নের সঠিক উত্তর পোষ্ট কার্ড, চিঠি, ইমেইল বা এসএমএস এর মাধ্যমে রেডিও ভেরিতাস এশিয়া, বাংলা বিভাগ, ঢাকা বা কোলকাতার ঠিকানায় পাঠাতে হবে।

ইমেইল  ঠিকানা আরভিএ বাংলা । এসএমএস এর মাধ্যমে উত্তর পাঠানোর জন্য নম্বর হলো +৮৮০ ১৭৩২ ১৮৪ ১২৭ 


সঞ্চয়ে সাবলম্বনের আর কুইজ : RVA Quiz


 

Social tagging: > >

Comments are closed.