রেডিও জাপান ২০১৮ : আর্ন্তজাতিক সম্প্রচারের ৮৩ বছর

রেডিও জাপান ২০১৮পহেলা জুলাই ২০১৮, রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড হালের NHK Japan পালন করলো আর্ন্তজাতিক সম্প্রচারের ৮৩ বছর। ১৯৩৫ সালে ইংরেজি ও জাপানি ভাষায় যাত্রা শুরু করা রেডিও জাপান ২০১৮ সালে উদযাপন করলো আর্ন্তজাতিক সম্প্রচার দিবস।

রেডিও জাপান ২০১৮ : ১৯২৫ শুরু হলো পথচলা 

 

রেডিও জাপান সম্প্রচার আরাম্ভ করে ১৯২৫ সালে, এর ১০ বছর পর ১৯৩৫ সালে আরাম্ভ হয় আর্ন্তজাতিক সম্প্রচার। কিন্তু তার আগেই ১৯৩০ সালে জাপান, আমেনিকা ও বৃটেন আর্ন্তজাতিক সম্প্রচার বিনিময় চুক্তি সম্পাদন করে।
এখানে ধারাবাহিক ভাবে রেডিও জাপানের পথচলার কিছু মাইলফলক তুলে ধরা হলো-

 



১৯২৫ সালের ২২শে মার্চ মাত্র ২২০ ওয়াট ক্ষমতা সম্পন্ন ট্রান্সমিটারের সাহায্যে শুরু হয় রেডিও জাপানের পথচলা।
তিন মাস পর ২২শে জুলাই Tokyo Broadcasting Station সম্প্রচার ক্ষমতা বাড়িয়ে ১ কিলোওয়াট করে।

১৯শে আগস্ট ১৯২৯ সালে জামার্ন এয়ারশীপ Zeppelin LZ127 জাপানে অবরতন করায় জার্মান ভাষায় সংবাদ ও on-the-spot সম্প্রচার শুরু হয়।

১লা জুন ১৯৩৫, শনিবার জাপানি সময় সকাল ১০:৩০ ঘোষক শিগেরু নাকামুরার “Hello, fellow Japanese abroad!” উচারণের মধ্য দিয়ে আরাম্ভ হয় NHK Japan আর্ন্তজাতিক পথচলা। অবশ্য ১লা জানুয়ারী ১৯৩৫ এ NHK তার অভ্যন্তরিন সম্প্রচার চালু করে।

১৯৩৭ সালে NHK জার্মান, ফ্রেঞ্চ ও স্পানিশ ভাষা যুক্ত করে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগেই তা ২৪টা ভাষায় সম্প্রচার আরাম্ভ করে।

১৯৫৯ সালে Nippon Hoso kyokai বা Japan Broadcasting Corporation এর সংক্ষিপ্ত রুপ হিসেবে NHK এর ব্যবহার শুরু হয়।



রেডিও জাপান ২০১৮ : ১৯৪৫ এর নির্মমতা

১৯৪৫ সাল, জাপানের জন্য ভয়াল এক বছর।
১৯৪৫ সালে জাপানি সৈন্যরা সমগ্র এশিয়াতে পরাজিত হতে থাকে, টোকিওতে বোমাবর্ষণ হয়।
ভয়াবহ পারমানবিক বোমা হিরোসিমা ও নাগাসাকিকে শেষ করে দেয় আগস্ট মাসে।

হিরোসিমায় বোমা বর্ষণের খবরটা প্রথম প্রচার করা হয়  NHK থেকে। জাপান সরকারের আনুষ্ঠানিক ঘোষনার আগেই ১৯৪৫ সালের ১০ আগস্ট NHK জাপানের আত্মসর্মণ-এর খবর প্রচার করে।

১৫ আগস্ট ১৯৪৫ রেডিও জাপান সম্রাটের যদ্ধ শেষের ঘোষণারে ইংরেজি অনুবাদ সম্প্রচার করে।

১৯৪৫, ৪ঠা সেপ্টেম্বর The Allied Powers’ General Headquarters (GHQ) এক ঘোষনার মাধ্যমে NHK এর সকল আর্ন্তজাতিক সম্প্রচার বন্ধ করে দেয়।

১লা জুন ১৯৫০ সালের বেতার আইন NHK এর নতুন জীবন প্রদান করে। কিন্তু আর্ন্তজাতিক সম্প্রচার চালু হতে অপেক্ষা করতে হয় ১৯৫২’র ফেব্রুয়ারী পর্যন্ত।

রেডিও জাপান নতুন জীবন, নতুন পথচলা




১লা ফেব্রুয়ারী ১৯৫২ সালে ছয় বছর স্তব্ধ থাকার পর পরীক্ষামূলক ভাবে আরাম্ভ হয় রেডিও জাপান এর সম্প্রচার।
পুরোদমে সম্প্রচার শুরু হয় ১০ ফেব্রুয়ারী ১৯৫২। নাযাকি ও ইয়ামাটা প্রেরণ কেন্দ থেকে ৫০ কি.ওয়াট সম্প্রচার যন্ত্রের মাধ্যমে চলতে থাকে প্রচার।
১৯৭১ সালের মে মাসে নাযাকি বন্ধ হয়ে গেলে ইয়ামাতা হয়ে পড়ে NHK এর মূখ্য প্রেরণ কেন্দ্র।




NHK এর সম্প্রচার ইতিহাসের বিস্তারিত জানতে NHK এর ইংরেজি ওয়েবসাইট ঘুরে আসুন। লিংক NHK ইতিহাস
NHK এর কুইজের জন্য : NHK QUIZ


Social tagging: > >

Comments are closed.